বাল্যবিবাহের অপরাধে যুবকের কারাদণ্ড

Ayesha Siddika | আপডেট: ২৪ আগস্ট ২০২২ - ০৮:৩৮:৩৪ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার কেরানীগঞ্জে বাল্যবিবাহ করার  অপরাধে মো. মামুন (২১) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বাড়ি মডেল থানার জিঞ্জিরার বন্দ ডাকপাড়া গ্রামের মো. মজিবর মিয়া ছেলে।গতকাল (২৩ আগস্ট) বিকেল ৩টায় কোনাখোলা উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী মো. শরীফ হোসেন জানান, ‘জিঞ্জিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া এলাকার মো. আবুল বাসারের ১৪ বছরের নাবালিকা মেয়ে মারিয়াকে ফুসলিয়ে নিয়ে কিছুদিন আগে পালিয়ে বিবাহ করে মামুন।

এই ঘটনায় মেয়ের বাবা আবুল বাসার কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে বন্দ ডাকপাড়া এলাকা থেকে মেয়ে মারয়িা ও মামুনকে পুলিশ আটক করে। পরে থানা পুলিশ তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে হাজির করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯১৭সনের বাল্য বিবাহ আইনের একটি ধারা মোতাবেক মামুনকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন এবং মেয়ে মারিয়াকে তার বাবার হেফাজতে রাখার নির্দেশ দেন।

 

 

কিউটিভি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad