ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন

Anima Rakhi | আপডেট: ১৮ আগস্ট ২০২২ - ০৩:৪৬:২৬ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বারা ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্য বিশষ্ট তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ডামুড্যা আব্দুর রাজ্জাক সরকারী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আসিকউজ্জামান কে। এর পূর্বেই সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রভাবশালী প্রধান শিক্ষক।

ভুক্তভোগী ছাত্রী ও বিদ্যালয় সূত্র জানায়, সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রী ওই বিদ্যালয়ের কৃষি শিক্ষা ও স্কাউট বিষয়ক সহকারী শিক্ষক। তিনি স্কাউট ক্লাশের নামে ছাত্রীদের শরীর ছোঁয়ার চেষ্টা করেন। গত ১১ আগস্ট বৃহস্পতিবার স্কাউট মিটিংয়ের নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ডেকে এনে বিদ্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ওই ছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং ধ্বর্ষণের চেষ্টা করে সহকারী শিক্ষক রথি কান্ত। এই বিষয়ে ছাত্রী মুখ খুলেছেন। তার একটি ভিডিও ক্লিপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার চেষ্টা চালায়।

বিষয়টি গণমাধ্যম কর্মীরা মোবাইল ফোনের মাধ্যমে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে অসৌজন্য আচরণসহ হুমকি দিতে থাকেন। এমনও একটি অডিও কল রেকর্ডও ভাইরাল হয়েছে।এলাকাবাসী জানায়, যে প্রতিষ্ঠানের শিক্ষকের কাছে ছাত্রী নিরাপদ না। সেই প্রতিষ্ঠানে সন্তানকে পাঠিয়ে সবসময় উৎকন্ঠায় থাকি। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাদের চারিত্রিক বৈশিষ্ট যাচাই করা প্রয়োজন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার এর সতত্যা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অনেক সাংবাদিক ফোনে কল করে বিষয়টি জানতে চায়।

তাই এক সাংবাদিকের গাল মন্দ করেছি।বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলমগীর হোসেন মোল্যা বলেন, অভিযোগ শুনেই অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদনে অভিযোগ প্রমানিত হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউটিভি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

▎সর্বশেষ

ad