মাথা থেঁতলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১৬ আগস্ট ২০২২ - ১২:২৩:৪০ পিএম

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ফারজানা নামে এক গৃহবধূকে মসলা বাটার পুতা দিয়ে মুখে ও মাথায় আঘাত করে হত্যা করেছেন স্বামী।

এ ঘটনায় ঘাতক স্বামী রুবেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা (২৮) পশ্চিম রসুলপুর এলাকার নুর নবীর মেয়ে।

জানা যায়, একই এলাকার রুবেলের (৪০) সঙ্গে ফারজানার বিয়ে হয় ছয় মাস আগে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে।

এর মধ্যে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিশ হয়েছে তাদের। গত সোমবারও বিচার সালিশ হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই মোস্তফা কামাল খান জানান, গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

কিউটিভি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৩

▎সর্বশেষ

ad