পল্লবীতে ৩ বাসে আগুন

Anima Rakhi | আপডেট: ১৩ আগস্ট ২০২২ - ০১:০২:৫২ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরের পল্লবীতে গভীর রাতে রাজধানী পরিবহণের ৩টি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত দেড়টার দিকে পল্লবীর ১২ নম্বরের পুরাতন থানা রোডে (ময়লার ডিপো) ঘটনাটি ঘটে। বাসগুলো হলো ঢাকা মেট্রো ব ১৫০০০৫, ১৫৫৩১২, ১২০৯৫৩ ।ঘটনার  সময় বাসগুলো পাকিং অবস্থায় ছিল।  এরমধ্যে  ২টি বাসের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। 

স্থানীয়রা জানায়, রাজধানী পরিবহণের পুড়ে যাওয়া এই ৩টি বাস মিরপুর-কালিয়াকৈর রুটে চলাচল করে। বাসের স্টাফরা রাতে বাসের ভেতর রাত্রিযাপন করত। হয়তো কেউ বিড়ি কিংবা সিগারেট খাওয়ায় আগুন লাগতে পারে।  ঘটনার সময় বাসে আগুন লাগতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। 

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় বাসের কয়েকজন স্টাফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিউটিভি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০২

▎সর্বশেষ

ad