শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা 

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২২ - ০৬:০০:১৭ পিএম

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখা। মহানগর শাখার সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান এর সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এসএম বশির আলম ও স্বেচ্ছাসেবক দল কুয়ালালামপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের যৌথ সঞ্চালনায় ক্বারী নিজামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিনী বিথীকা বিনতে হোসাইন। আরো বক্তব্য রাখেন সোলায়মান রুবেল। মালয়েশিয়া বিএনপির সদস্য ও যুবনেতা মোঃ জসিম উদ্দিন। স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার। মালয়েশিয়া জাসাস এর সভাপতি শেখ আসাদুজ্জামান মাসুম। স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোশাররফ হোসেন হৃদয়। কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সভাপতি গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহিম, ক্লাং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক কাউসার হামিদ হান্নান, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- সম্পাদক মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, প্রচার সম্পাদক মারুফ এলাহী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোস্তাফ কামাল। মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আক্তার গাজী, সহ-সভাপতি হিমু ভূঁইয়া, মোঃ বাদশা মিয়া, ও আতাউর রহমান, যুগ্ম-সম্পাদক সোহেল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম-সম্পাদক মোঃ ওয়াসিম, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ আওলাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক ওসমান গনি। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আমজাদ হোসন মৃধা, তারেক জিয়া ঐক্য পরিষদের সভাপতি মোঃ সবুজ খান, প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ, মোঃ শাওন সহ আরো অনেকে। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোঃ তালহা মাহমুদ।

কিউটিভি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad