ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

তুরস্কের সেই ‘সম্ভাব্য সামরিক অভিযানের’ বিরুদ্ধে রাশিয়া!

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ১০:৩৯:২৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আরেকটি সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

তার নির্দেশের পর সিরিয়ায় অভিযান চালানোর জন্য প্রস্তুতি শুরু করেছে তার্কিস সেনারা।

তবে সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়া। 

বুধবার রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, তুরস্কের সম্ভাব্য সামরিক অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনবে না। 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি না এই বিশেষ অভিযান সিরিয়ায় কোনো স্থিতিশীলতা আনতে সহায়ক হবে।

তবে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। কারণ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের দেওয়া কথা ভঙ্গ করেছে।
 
২০১৯ সালে তুরস্ক অভিযান চালানোর পর  যুক্তরাষ্ট্র ও রাশিয়া কথা দিয়েছিল তারা কুর্দিস ওয়াইপিজি মিলিশিয়া জঙ্গীদের তুরস্কের সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে সরিয়ে দেবে। কিন্তু তারা সেটি করেনি। 

তুরস্ক দাবি করেছে, তুরস্কের সীমান্তের সঙ্গে লাগোয়া ওয়াইপিজে জঙ্গীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো থেকে তুরস্কের ওপর হামলার পরিমাণ বেড়েছে।

এর আগে বুধবার সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ল্যাভেরেন্তইয়েভ বলেছেন, তুরস্কের অভিযানের কারণে অস্থিতিশীলতা বাড়তে পারে এবং পরিস্থিতি ঘোলাটে করে দিতে পারে। 
 
এর আগে গত ২৪ মে সামরিক অভিযান চালানোর কথা জানিয়েছিলেন এরদোগান।

সূত্র: আল আরাবিয়া

কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৯

▎সর্বশেষ

ad