
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে জনগণকে চা পানের পরিমাণ কমাতে বলেছেন। বুধবার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। আহসান ইকবাল বলেন, সবাইকে অনুরোধ করবো এক থেকে দুই কাপ চা কম পান করতে। কারণ আমরা ঋণ করে চা আমদানি করি। দিনে যত কম কাপে চুমুক দেওয়া যাবে পাকিস্তানের আমদানি ব্যয় তত কমবে।
এছাড়াও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যবসায়ীদের দোকান রাত সাড়ে ৮টায় বন্ধ করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন তিনি। চা আমদানিতে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে পাকিস্তান। গত বছর ৬০০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের চা আমদানি করেছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকারও বেশি। মূলত চা আমদানির পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখতে নাগরিকদের প্রতি এমন আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে তা কমে ১ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তা দিয়ে দুই মাসের আমদানি ব্যয়ও মেটানো যাবে না। তাই রিজার্ভ ধরে রাখতে আমদানি খরচ কমাতে বিশেষ মনোযোগ দিচ্ছে দেশটির সরকার।
কিউটিভি/আয়শা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩