ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

সানী-মৌসুমীকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন

Anima Rakhi | আপডেট: ১৫ জুন ২০২২ - ০৮:৩২:৩৬ এএম

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ওমর সানী ও জায়েদ খানের ‘চড়-পিস্তল’কাণ্ডে উত্তাল চলচ্চিত্রপাড়া। ১০ জুন রাতে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জায়েদকে চড় মারেন সানী।

তার অভিযোগ-স্ত্রী মৌসুমীকে বিরক্ত করেন জায়েদ খান। তার সুখের সংসার ভাঙার চেষ্টা করছেন জায়েদ।

তবে মৌসুমী বলছেন, জায়েদ তাকে অসম্মান করেননি। জায়েদকে স্নেহের দৃষ্টিতে দেখেন।

এদিকে মৌসুমীর বক্তব্যের পর জায়েদ খান বলছেন, ওমর সানী ভুল বুঝেছেন, ভুল করছেন।

যদিও স্ত্রীকে না পেলেও ছেলে ফারদিনকে পাশে পেয়েছেন ওমর সানী। বাবার সব অভিযোগ সত্য বলে দাবি করেছেন ফারদিন।

সব মিলিয়ে বিষয়টি নিয়ে চলচ্চিত্রের মানুষেরা রীতিমতো বিব্রত ও বিরক্ত তখন ওমর সানী ও মৌসুমীকে বেশ কিছু পরামর্শ দিলেন প্রায় সাড়ে তিন শতাধিক ছবির অভিনেত্রী নূতন। 

মঙ্গলবার বিকেলে ফেসবুকে বিশাল এক স্ট্যাটাসের মাধ্যমে নূতন এই পরামর্শ দেন সানীকে।

তিনি লিখেছেন, ‘ঝড় থেমে যাবে! থামতে বাধ্য! যাকে বলে প্রকৃতির নিয়ম। খারাপ সময়টা পার করবার জন্য নীরব থাকা ভালো! মানুষ সুযোগ নেয়! সুযোগ চায়! যে বলার যোগ্য সেও বলে, যে যোগ্য না সেও বলে, অনেকে বলে মজা পায়। কেউবা বলতে হবে তাই বলে। সুযোগ দেওয়া যাবে না! একদম না!নিজেদের স্বার্থে ও সন্তানদের ভবিষ্যতের সম্মানের কথা ভেবে চুপ থাকো। পরে সমস্যা সমাধান হবে। তবে এসব কথা (পারিবারিক সমস্যা, বদনাম, অপমান, তামাশা) থেকে যাবে যার সমাধান নেই।’

নূতন আরো লেখেন, ‘জীবনে সমস্যা না থাকলে তা জীবন না, সমস্যা থাকাই জীবন। আমাদের শিল্পীদের অনেক কিছু মুখ বুঝে সহ্য করে, সয়ে বেঁচে থাকতে হয়। প্রয়োজনে নিজে হেরে গিয়ে অন্যজনকে জেতানোর স্বাদ দিতে হয়। তবে যে ব্যথা পায় তার জন্য ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষায় থাকে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বিচক্ষণতার পরিচয় দাও। নিরবতাকে আল্লাহ পছন্দ করে।’

এমন বিষন্ন সময়ে ওমর সানীকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে বলেন নূতন।

তিনি লেখেন, ‘মনের ব্যথা মানুষকে না বলে আল্লাহকে বলো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের আমি এমন দেখতে চাই। তোমরা ভালো দম্পতি এই উদাহরণ হও। বদনামের উদাহরণ হতে যেও না।’

কিউটিভি/অনিমা/১৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৩২

▎সর্বশেষ

ad