আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন ইউক্রেন সংঘাত শেষের জন্য ‘আন্তরিক প্রচেষ্টা’র প্রতিশ্রুতি দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইস্তাম্বুল আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে এই যুদ্ধের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উল্লেখ করে কালিন তুরস্কের আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, আমরা এখন থেকে যুদ্ধের অবসানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ এই যুদ্ধে কেউ বিজয়ী হবে না। ইউক্রেন ও রাশিয়া হারবে।
তবে রাশিয়ার সংঘাত এবং আক্রমণের ধারাবাহিকতা (আলোচনা) প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলছে বলেও জানান তিনি।
কালিন আরও বলেন, তিনি বেসামরিক নাগরিকদের, বিশেষ করে মারিউপোলে আটকে পড়াদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
কিউটিভি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১:২৭