ডেস্ক নিউজ : ওমানের ব্যাংক মাস্কাট এর সাথে পঁচিশ মিলিয়ন ইউএস ডলারের সিন্ডিকেটেড আনসিকিউরড্ টার্ম লোন বিষয়ক চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। এটি বাংলাদেশে এসওএফআর-ভিত্তিক প্রথম সিন্ডিকেটেড টার্ম লোন সুবিধা।
এর মাধ্যমে আমদানীকারক ও রপ্তানীকারকদের নির্ভরযোগ্য ও যুক্তিসঙ্গত শর্তে ট্রেড ফাইন্যান্সে ব্যাংক এশিয়া দীর্ঘমেয়াদী অর্থায়ন সুবিধা প্রদান করবে। যা ট্রেড ফাইন্যান্স সিস্টেমে তারল্য ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।
সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী এবং ব্যাংক মাস্কাট এর চীফ ব্যাংকিং অফিসার ফকির আল বুলুশী যোগদান করেন। ব্যাংক এশিয়ার এসইভিপি এবং হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন মোঃ জিয়া আরফিন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও যোগদান করেন।
কিউটিভি/অনিমা/১৫ই মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৩৯






