এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ১শ বোতল ফেনসিডিলসহ জুলফিকার আলী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ। জুলফিকার আলী যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজারহাট গ্রামের আলেক হোসেনের ছেলে। শনিবার বিকেলে শহরের ইসলামী ব্যাংক এলাকা থেকে তাকে আটক করেন পুলিশ। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানা পুলিশের টহল দল শনিবার বিকেলে শহরের ইসলামী ব্যাংক এলাকায় অভিযান চালায়।
এ সময় একটি ইজিবাইকে সাদা রংয়ের বস্তায় ভরে ফেনসিডিল বহনকারী জুলফিকার আলীর গতিরোধ করেন। পুলিশ তাকে আটক করে। সাদা রংয়ের বস্তায় রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো চার কার্টনে ভরা ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেন। বর্তমান বাজার দরে প্রতিটি ফেনসিডিলের দাম ১৫০০ টাকা হিসেবে জব্দকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। পরে জুলফিকারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১৪(গ) মামলা করেন পুলিশ। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেনসিডিলসহ জুলফিকার আলী নামে এক জনকে আটক করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৮