মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে এক মাদকাসক্ত যুবককে ভ্রম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মরিচ পট্টিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম উপস্থিত থেকে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বন্দরপাড়া এলাকার মোঃ শহীদের পুত্র মোঃ আশরাফুল ইসলাম (২০) কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। উল্লেখ, মাত্রাতিরিক্ত মাদক সেবন করে নিয়ন্ত্রণহীন ভাবে মোটরসাইকেল চালানোর অভিযোগে আটোয়ারী থানা পুলিশ তাকে ফকিরগঞ্জ বাজার এলাকায় আটক করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারা অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ দুলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কিউটিভি/আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৮