ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষনা,বন্ধ হয়নি জেলার শিল্প মেলা

admin | আপডেট: ২১ জানুয়ারী ২০২২ - ০৭:০৯:০৫ পিএম

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : আবারও কি মৃত্যুর মিছিল দেখতে হবে? আবারও কি প্রিয়জনের চোখের সামনে পড়ে থাকতে দেখা যাবে শত শত লাশ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলাকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কারনে রেড জোন ঘোষনা করেছে সরকার। সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানতে জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগকে পত্র দিয়ে সর্তক করা হয়েছে। সরকার কর্তৃক এহেন বিধিনিষেধ আরোপ করা হলেও লালমনিরহাটে এখনো বন্ধ হয়নি পুনাকের পণ্য শিল্প মেলা।

জেলা পুলিশ প্রশাসন স্বাস্থ্যবিধি না মেনে (পুলিশ নারী কল্যাণ সংস্থা) পুনাক শিল্প মেলার মাস ব্যাপী জমকালো আয়োজন করেছে। মেলায় জনসমাগম বাড়াতে চলছে গভীর রাত পর্যন্ত সার্কেস, মৃত্যুকূপসহ নানা ধরনের খেলা। পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ মেলা।মেলা ঘুরে দেখা গেছে মেলা মাঠের কোথাও স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। অন্যদিকে করোনা সংক্রমণরোধে লোক দেখাতে শহরের মিশনমোড়ে ঘটাকরে মাক্স বিতরণ করতে দেখা গেছে পুলিশের। বিষয়টিকে জেলার সচেতন সাধারণ জনগণ পুলিশের করোনা নিয়ে তামাশা হিসেবে দেখছে। দিনদিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে গাণিতিক হারে বেড়েইে চলছে। ইতিমধ্যে সরকার স্কুল,কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে।

এছাড়া নানাধরণের সামাজিক,রাজনৈতিক, বিবাহসহ জনসমাগম হতে পারে এমন অনুষ্ঠান বন্ধ ঘোষনা করেছে। এদিকে পুনাকের মেলার পাশাপাশি সকল বিধিনিষেধকে উপেক্ষা করে জেলার আদিতমারী উপজেলার সারপুকুরেও গভীর রাত পর্যন্ত চলছে সার্কাস ও নৃত্য।জেলার অনেক পুলিশ কর্মকর্তার সাথে কথা চাইলে এ বিষয়ে কোন উর্ধতন পুলিশ কর্মকর্তা কথা বলতে রাজি হননি।সিভিল সার্জন নিমূলেন্দ্র রায় জানান, লালমনিরহাট সীমান্ত জেলা। যেহেতু পশ্চিমবঙ্গে ওমিক্রণ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে লালমনিরহাটকে রেড জোন ঘোষনা করা হয়েছে। ওমিক্রণ ঠেকাতে সরকারি নিদের্শনা কঠোরভাবে পালনে স্বাস্থ্য বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতা চাইবে।

৫২ এর ভাষা সৈনিক ও সামাজিক সংগঠন অতিক্রম এর উপদেষ্টা জহির উদ্দিন আহমেদ বলেন, সারা জীবন তো সংগ্রাম করে গেলাম কতদিন বাঁচি আল্লাহ ভালো জানে, দেখি কেউ এর প্রতিবাদ না করলে আমি একাই রাস্তায় নেমে যাবো জেলার মানুষকে বাচাঁতে।

কিউটিভি/অনিমা/২১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad