ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন কনওয়ে

admin | আপডেট: ১০ জানুয়ারী ২০২২ - ০৪:০১:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে টেস্ট ক্রিকেটের বিস্ময়। কিউই রান মেশিন বলা হচ্ছে তাকে।সাদা জার্সি পরে মাঠে নামলে বড় ইনিংস খেলতেই হবে তাকে।  বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সোমবার ৯৯ রান নিয়ে মাঠে নামেন। নেমেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান। অবশ্য তার আগে গতকালই ইতিহাসে নাম লেখান কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

৩০ বছর বয়সি কনওয়ে এ মুহূর্তে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। কনওয়ে আজ আউট হয়েছেন ১০৯ রানে। মিরাজের চতুরতায় রানআউট হন তিনি। এত কম টেস্ট খেলেই কনওয়ে ৫১৪ রান জমা করে ফেলেছেন। তার গড় ইর্ষণীয়, ৬৪.২৫। স্ট্রাইকরেট ৫০ এর বেশি। 
কনওয়ে অভিষেক টেস্টে লর্ডসের বিপক্ষে করেন ২০০ রান। পরের টেস্টেই এজবাস্টনে খেলেন ৮০ রানের ইনিংস। এর পর সাউদাম্পটনে ভারতের বিপক্ষে করেন ৫৪ রান।  মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১২২ রানের অনবদ্য ইনিংস।  আজ ক্রাইস্টচার্চে থামলেন ১০৯ রানে।

 

 

কিউটিভি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad