অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ৭ বছর পর সিরিজ জিতল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৬ - ১২:০০:৫৫ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর টি-টোয়েন্টি সিরিজ জিতল পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। আজ (শনিবার) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুঁড়িয়ে দিয়ে ৯০ রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান করে পাকিস্তান। দলের হয়ে ৪০ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করেন অধিনায়ক আগা সালমান। এছাড়া ৩৬ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৫৩ রান করেন উসমান খান। ২০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন শাদাব খান। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। ৫৪ রান করতেই নেই অর্ধেক ব্যাটার। প্রথম ছয় ব্যাটারের মধ্যে কেবল মিচেল মার্শ (১৮) ও ক্যামেরন গ্রিন (৩৫) দুই অঙ্কের ঘরে রান করেন। 

অস্ট্রেলিয়া বাকি পাঁচ উইকেটও হারিয়েছে ৫৪ রান করতেই। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ম্যাথু শর্ট। এছাড়া দুই অঙ্কের ঘরে রান তোলেন জাভিয়ের বার্টলেট (১০)।

আবরার ৩ ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নেন। ১৪তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শাদাব ৪ ওভারে ২৬ রান দিয়ে সমান সংখ্যক উইকেট পান।

 

 

আয়শা/৩১ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৫৮

▎সর্বশেষ

ad