কারানের হ্যাটট্রিক ও রশিদের জাদুতে শ্রীলঙ্কাকে হারাল ইংল্যান্ড

Anima Rakhi | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৬ - ১০:৪৫:২৩ এএম

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে বারবার খেলা বন্ধ হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডিএলএস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়েছে সফরকারীরা। পাল্লেকেলেতে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি নেমে আসে ১৭ ওভারে। এতে শ্রীলঙ্কাকে ১৩৩ রানে অলআউট করে ইংল্যান্ড।

লক্ষ্য তাড়ায় ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে ইংলিশরা। এরপর আবার বৃষ্টি নামলে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। ডিএলএস হিসাব অনুযায়ী এগিয়ে থাকায় জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল তারা।

ইংল্যান্ডের জয়ের মূল কারিগর ছিলেন আদিল রশিদ। অভিজ্ঞ লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত এনে দেন স্যাম কারান। নিজের শেষ ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক করে শ্রীলঙ্কার ইনিংসে ধস নামান বাঁহাতি এই পেসার। তার বলে পরপর আউট হন দাসুন শানাকা, মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে কীর্তি গড়লেন কারান। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ক্রিস জর্ডান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা। প্রথম ৮ ওভারে তারা তুলে নেয় ৭৯ রান। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ছন্দ হারায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত ১৩৩ রানেই গুটিয়ে যায় ইনিংস।

দলের পক্ষে তিন নম্বরে নেমে সর্বোচ্চ ৩৭ রান করেন কুসাল মেন্ডিস। তার ২০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। পাথুম নিসাঙ্কা করেন ২৩ রান।

জবাবে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে ইংল্যান্ড। ফলে বৃষ্টি নামলেও ডিএলএস পদ্ধতিতে বড় ব্যবধানেই এগিয়ে থাকে তারা। ফিল সল্টের ব্যাট থেকে আসে ম্যাচসেরা ৪৬ রান, আর টম ব্যান্টন ১৫ বলে করেন ঝোড়ো ২৯ রান।

একই মাঠে রোববার সন্ধ্যায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

অনিমা/৩১ জানুয়ারী ২০২৬,/সকাল ১০:৪৫

▎সর্বশেষ

ad