
আন্তর্জাতিক ডেস্ক : গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পারাপার এলাকা আগামী রোববার থেকে পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল।
শুক্রবার গাজার বেসামরিক নীতি সমন্বয়ক ইসরায়েলি সরকারি সংস্থা কোগাট এই ঘোষণা দেয়। গাজা ও মিশরের মধ্যে মানুষ চলাচলের জন্য ক্রসিংটি খোলা হবে।
তবে গাজার ২০ লাখের বেশি মানুষের মধ্যে কতজনকে এই ক্রসিং দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে সেটি উল্লেখ করেনি কোগাট।
কোগাট এক বিবৃতিতে জানিয়েছে, “মিশর থেকে গাজায় বাসিন্দাদের ফেরার অনুমতি দেওয়া হবে।
“তবে এটি কেবল তাদের জন্যই প্রযোজ্য হবে যারা চলমান যুদ্ধের সময় গাজা ছেড়েছিলেন এবং মিশরের সঙ্গে সমন্বয় করে এবং ইসরায়েলের আগাম নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই তারা প্রবেশ করতে পারবেন।”
গাজার ২০ লাখেরও বেশি মানুষের জন্য রাফাহ ক্রসিংটিই বাইরের বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র পথ।
২০২৪ সালের মে মাসে গাজা যুদ্ধের প্রায় নয় মাসের মাথায় ইসরায়েলি বাহিনী এই সীমান্তপথ টির নিয়ন্ত্রণ দখল করে নিয়েছিল।
এর ফলে গাজার সাধারণ মানুষের যাতায়াত ও মানবিক সহায়তা পৌঁছানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাফাহ ক্রসিং খুলে দেওয়া ছিল অন্যতম প্রধান শর্ত। গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইসরায়েল এর আগে শর্ত দিয়েছিল যে, গাজায় থাকা সবশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার না করা পর্যন্ত তারা এই সীমান্ত খুলবে না।
চলতি সপ্তাহে সেই মরদেহ উদ্ধারের পর এখন সীমান্তটি আবার খুলে দেওয়া হচ্ছে বলে ঘোষণা এল।
রবিবার থেকে এই সীমান্ত খুলে দেওয়া হলে তা গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নে এবং আটকে পড়া ফিলিস্তিনিদের যাতায়াতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনিমা/৩১ জানুয়ারী ২০২৬,/সকাল ৯:৪৩





