হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৫:০১:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির এ ঘোষণা দেওয়ার পর হঠাৎ বেড়েছে সাকিব আল হাসানকে দেশে ফেরানোর তৎপরতা। বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানকে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে বলে বিসিবির এক সংবাদ সম্মেলনে জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘যদি সাকিব ফিট এবং অ্যাভেইলেবেল থাকেন তাহলে বিসিবি তাকে জাতীয় দলের ফেরানোর কথা বিবেচনা করবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় চুক্তিতে থাকা সম্ভাব্য ২৭ জনের মধ্যে সাকিব আল হাসানকেও অন্তর্ভুক্ত করার ব্যপারেও আলোচনা হয়েছে বোর্ড সভায়।
সাকিবের আগ্রহের ব্যাপারে বলা হয়, ‘তার সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম হোম ও অ্যাওয়ে দুই ধরনের সিরিজ খেলার জন্যই অ্যাভেইলেবল আছেন কিনা! তিনি বলেছেন, আছেন।’এর আগে সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই আন্দোলনের সময় তিনি যুক্তরাষ্ট্র ও কানাডায় ছিলেন। আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফিরতে পারেননি। যদিও আগস্টেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের দলে ছিলেন তিনি। খেলেছেন দুটি টেস্টও। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টেস্টও খেলেন। কানপুরের সেই টেস্টই ছিল দেশের হয়ে সাকিবের সর্বশেষ টেস্ট।

২০২৪ সালের আগস্টের পর সাকিবের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে আছে হত্যা মামলাও। এই মামলাগুলোর কারণেই সাকিবের দেশে ফেরা সম্ভব হয়নি। এখন সাকিব দেশে ফিরলে তাকে যে গ্রেফতার করা হবে না, এমন কোনো নিশ্চয়তা সাকিব বা বিসিবি পেয়েছে কি না, সে ব্যাপারেও সংবাদ সম্মেলন থেকে পরিষ্কার করে কিছু বলা হয়নি। এ ব্যাপারে আমজাদ হোসেন বলেন, ‘আমরা সাকিবকে চাই, এটাই মূল কথা। সাকিবের ইস্যুগুলো ব্যক্তিগত, সেটা সরকার দেখবে।’

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad