‘১০ দলীয় ঐক‍্য’ জোটে যোগ দিলো আরেকটি দল

Ayesha Siddika | আপডেট: ২৫ জানুয়ারী ২০২৬ - ০৩:০৬:৩৩ পিএম

ডেস্ক নিউজ :বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিকদলের নির্বাচনি ঐক্যের সঙ্গে আরও একটি দল যুক্ত হয়েছে। সেটি হলো বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে আবারও ১১-দলীয় নির্বাচনী ঐক্যে পরিণত হলো। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১১-দলীয় নির্বাচনি ঐক্য থেকে বের হয়ে গিয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম। তিনি বলেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল—বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০-দলীয় নির্বাচনি ঐক্য ১১ দলে পরিণত হয়েছে। এটি একটি বিরাট সৌভাগ্যের বিষয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান) বলেন, লেবার পার্টিকে ১০ দলের মহৎ উদ্যোগের সঙ্গে কাজ করার জন্য যুক্ত করায় লেবার পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন এই জোট রয়েছে, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি  এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পাটি।

 

 

আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad