
ডেস্ক নিউজ : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ তুলেছে, সেটি মিথ্যা, পরিকল্পিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ বলেও দাবি করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তার কবর জিয়ারত শেষে এ কথা বলেন রিজভী। এনসিপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে তিনি উত্তররঙ্গের সফর, নিজের জেলা বগুড়া ও আবু সাইদের কবর জিয়ারত বাতিল করেছেন। যেদিন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে সেদিন থেকেই তিনি তার প্রচার শুরু করেছেন।’
তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা ‘পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার ডিসেন্ট বক্তব্য জনগণ যেভাবে নিচ্ছে, তার নেতৃত্ব যে গ্রহণযোগ্য, তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই এটা করা হচ্ছে।’ গত বুধবার তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা সারজিস আলম।
কবর জিয়ারত শেষে আরাফাত রহমান কোকো সম্পর্কে তিনি বলেন, ‘এক ক্রান্তিকালে আরাফাত রহমান কোকো পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা ভয়াবহ ক্রান্তিকাল পার করেছি। নিপীড়নের এমন কোনো ধারাল অস্ত্র নেই যা জিয়া পরিবারের ওপর চালানো হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো কেউ নিজ বাড়িতে শান্তিতে থাকতে পারেনি।’
খোরশেদ/২৪ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩০






