দশ টাকার জন্যও কারও কাছে যাব না: হাসনাত আব্দুল্লাহ

Ayesha Siddika | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৬ - ০১:৩৭:০৩ পিএম

ডেস্ক নিউজ : কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি) দেবীদ্বার পৌরসভার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এদিন ভোর থেকেই নির্বাচনী মাঠে সক্রিয় হন তিনি। সকালে দেবীদ্বার নিউমার্কেট মসজিদে ফজরের নামাজ আদায় শেষে তিনি ভোটারদের মাঝে লিফলেট বিতরণ এবং গণসংযোগ শুরু করেন।

হাসনাত বলেন, হয়তো অন্য পার্টি করবে, অন্য পার্টির প্রোগ্রামে যাবে, অন্য পার্টির মার্কা নিয়ে মিছিল দেবে কিন্তু গোপনে এসে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ। কারণ তারা জানে আমাকে দিয়ে কোনো চাঁদাবাজি-দুর্নীতি সম্ভব না। উঠান বৈঠকে তিনি আরও দাবি করেন, গত দেড় বছরে তিনি কিংবা তার লোকজন কোনো ব্যক্তির কাছে অর্থ দাবি করেননি কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত হননি। গত দেড় বছরে আমি বা আমার লোক আমার কাছে একটা পয়সার জন্য যায় নাই, কোনো চাঁদাবাজির জন্য যায় নাই। কেউ বাজার দখল করতে যায় নাই।

হাসনাত বলেন, যারা বেকার, কর্মজীবী, রেমিট্যান্স যোদ্ধা কিংবা কল-কারখানায় শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করেন তাদেরই একজন প্রতিনিধি নির্বাচিত হবে বলে তিনি আশা করছেন। এদিকে কুমিল্লা-৪ আসনে নির্বাচনের আগে বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল হওয়ায় ভোটের সমীকরণ বদলে গেছে বলে জানান স্থানীয়রা। এমন পরিস্থিতিতে প্রচারণায় থাকা প্রার্থীরা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের কাছে যাচ্ছেন।

 

 

আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad