
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে তার গাজা নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাহার করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি তার সরকার জানিয়েছে, বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ট্রাম্পের নিজস্ব উদ্যোগ গঠিত এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দেবে না। শান্তি পর্ষদে যোগ দেওয়ান জন্য ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে— তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার ও মিশর। পাশাপাশি ইউরোপের দেশ হাঙ্গেরিও এতে অংশ নিচ্ছে।
এছাড়াও অংশগ্রহণকারী অন্যান্য দেশের মধ্যে রয়েছে মরক্কো, ইন্দোনেশিয়া, কসোভো, কাজাখস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান ও বেলারুশ। গত সপ্তাহে হোয়াইট হাউস ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেয়। একই সঙ্গে গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসন পরিচালনার জন্য নির্ধারিত চারটি সংস্থার একটি হিসেবে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’-এর অনুমোদনও দেওয়া হয়।
আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:২২





