গম্ভীরকে ভারতের ব্যর্থতার কারণ ধরিয়ে দিলেন রাহানে

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৬ - ০৬:০৩:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : এটি ছিল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে সিরিজ হার এবং গৌতম গম্ভীরের কোচিংয়ে তৃতীয় পরাজয়। এর আগে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও হার দেখেছে ভারত। যা তীব্র সমালোচনায় ফেলে দিয়েছে কোচ গম্ভীরকে। এরই মধ্যে গম্ভীরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।

ক্রিকবাজে কথা বলতে গিয়ে রাহানে বলেন, একাদশে ঘনঘন পরিবর্তনই ভারতের ব্যর্থতার বড় কারণ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের নিজেদের ভূমিকা নিয়ে স্পষ্ট ধারণা ও নিশ্চয়তা প্রয়োজন বলে তিনি জোর দেন। রাহানে বলেন, ‘দেখুন, কঠিন প্রশ্ন উঠবেই। শেষ নয়টি ওয়ানডের মধ্যে ভারত পাঁচটিতে হেরেছে। আর এর মূল কারণ হলো—অতিরিক্ত পরিবর্তন। এ কারণেই আমি বলছি, আপনি যখন বিশ্বকাপের কথা ভাবছেন, তখন খেলোয়াড়দের ম্যানেজমেন্টের কাছ থেকে সেই নিশ্চয়তা ও স্পষ্টতা দরকার। যদি আপনি নির্দিষ্ট ফরম্যাটে কিছু খেলোয়াড়কে খেলাতে চান, তাহলে সবসময়ই পরিষ্কার ধারণা থাকা জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘তাই হ্যাঁ, কঠিন প্রশ্ন করা হবে—এটাই স্বাভাবিক। কারণ ভক্তরা ভারতীয় ক্রিকেটের সঙ্গে গভীরভাবে যুক্ত। সবাই চায় ভারত ভালো করুক, ম্যাচ জিতুক, সিরিজ জিতুক—বিশেষ করে ঘরের মাঠে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছিল ভারত, যা বলা যায় নিউজিল্যান্ড ‘এ’ বা ‘বি’ দল—সব খেলোয়াড়ের প্রতি সম্মান রেখেই বলছি—তাই প্রত্যাশা ছিল ভারত সহজেই, হয়তো ৩–০ ব্যবধানে সিরিজ জিতবে।’ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ কমপক্ষে ছয় মাস দূরে। এই বিরতিতে ম্যানেজমেন্টের উচিত দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে কোন খেলোয়াড়দের ওপর ভরসা করা হবে, তা নির্ধারণ করা—এমন পরামর্শ দেন রাহানে।

তিনি বলেন, ‘তবে যেভাবে নিউজিল্যান্ড খেলেছে, তা সত্যিই দারুণ। তাই প্রশ্ন উঠবেই—কঠিন প্রশ্ন। কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে বললে, তাদের প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে হবে। কোন খেলোয়াড়দের ওপর আপনি আস্থা রাখবেন, তা চিহ্নিত করুন। কারণ ছয় মাস পর আবার ওয়ানডে ক্রিকেট খেলতে হবে। সময় আছে। টি–টোয়েন্টির পর আপাতত আর কিছুই নেই।’

 

 

আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad