
বিনোদন ডেক্স : বিনোদন জগতের তারকাদের রাস্তা কিংবা পথঘাটে হেনস্তার শিকার হওয়ার ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। এ যেন নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বহুবার অভিনেতা-অভিনেত্রীর গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কলকাতায়। এক মদ্যপচালকের হাতে মাঝ রাস্তায় ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী।
অভিনেত্রীর অভিযোগ, বিপদের সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপচালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। তিনি বলেন, আমি সেখানে উপস্থিত না থাকলে আমার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল। তবে এ ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অভিনেত্রী ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবার বড় প্রশ্ন তুলে দিল এ ঘটনা।
কুইক টিভি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/দুপুর ২:৫৫






