
নিউজ ডেক্স : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের ‘মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন ও প্রয়োজনীয় চিকিৎসা’ নিশ্চিতের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান এবং মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
এ বিষয়ে মানববন্ধন কর্মসূচিও পালন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কর্মসূচিটি আজ সোমবার দুপুর ১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উক্ত কর্মসূচিতে প্রত্যেক হল ও অনুষদের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
কুইক টিভি/মহন/১৯ জানুয়ারি ২০২৬,/সকাল ১১:১১






