পাগলের বেশে জোভানের পাশে জনপ্রিয় অভিনেত্রী

Mohon | আপডেট: ১৮ জানুয়ারী ২০২৬ - ০৫:০৯:৩৩ পিএম

বিনোদন ডেক্স : সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে জোভানের সঙ্গে উস্কখুস্ক চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারায় এক মানসিক ভারসাম্যহীন নারীর উপস্থিতি চোখে পড়ছে, যা নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।শেয়ার করা ভিডিওটির শুরুতে ভারসাম্যহীন ওই নারীকে দেখতে পাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে মোটরসাইকেল নিয়ে হাজির হন জোভান। প্রথম দেখায় অনেককেই হয়তো ঘটনার বিষয়বস্তু ও মানসিক ভারসাম্যহীন নারীকে শনাক্ত করতে হিমশিম খেতে হয়েছে।

কিন্তু ভালোভাবে খেয়াল করার পরই স্পষ্ট হয়ে ওঠে, সেই ভারসাম্যহীন নারী আসলে আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এটি মূলত কোনো বাস্তব ঘটনা নয় বরং একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। সম্প্রতি এই ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন অভিনেতা জোভান। ভিডিওটি শেয়ার করে মজার ছলে তিনি ক্যাপশনে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’ 

ভিডিওতে দেখা যায়, ভারসাম্যহীন নারীর বেশে থাকা কেয়া পায়েল একপর্যায়ে উচ্চস্বরে বলতে থাকেন, কেউ নাকি তার দিকে বল ছুড়ে মেরেছে। আর সে এর বিচার চায়। ঠিক তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ধারণা করা হচ্ছে, এটি একটি নতুন নাটকের অংশ, যেখানে কেয়ার সহশিল্পী হিসেবে আছেন জোভান।

তবে নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ভিডিও প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভক্তরা বিস্ময় প্রকাশ করে জানান, ভিডিওর শুরুতে অনেকে নাকি কেয়া পায়েলকে চিনতেই পারেননি। অনেক অনুরাগীই অভিনেত্রীর মেকআপ ও অভিনয়ের প্রশংসায় মেতে ওঠেন।

 

 

 

 

কুইক টিভি/মহন/১৮ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:০৯

 

▎সর্বশেষ

ad