ট্রাম্পের হুমকি: বড় সমস্যায় পড়তে পারেন গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৬ - ০৩:০৯:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিনল্যান্ড দখলে নিতে বারবার হুমকির দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক বা সামরিক শক্তি যেকোনো ‍উপায়ে ‍গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করতে চান তিনি।

বিষয়টি নিয়ে স্বায়ত্ত্বশাসিত দ্বীপটির প্রধানমন্ত্রী জেনস ফ্রেডেরিক নিলসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে চান না, ডেনমার্কের সঙ্গেই থাকবেন।

নিলসেনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, এ সিদ্ধান্ত তার জন্য পরবর্তী সময়ে বড় সমস্যা বয়ে আনবে।

নিলসেনের মন্তব্য সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এটা তাদের সমস্যা। আমি তাদের সঙ্গে একমত নই। আমি জানি না তিনি (নিলসেন) কে। তার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু এটা তার জন্য একটি বড় সমস্যা হতে চলেছে।’

গতকাল মঙ্গলবার কোপেনহেগেনে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র নয়; ডেনমার্ক, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নকে বেছে নিয়েছি। শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করাই আমাদের লক্ষ্য।’

এদিকে, ওয়াশিংটনে বুধবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। যেখানো চলমান এই উত্তেজনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

অনিমা/১৪ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০৯

▎সর্বশেষ

ad