পূর্ণিমা বললেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

Mohon | আপডেট: ১৩ জানুয়ারী ২০২৬ - ১২:২৯:৩৮ পিএম

বিনোদন ডেক্স : ওমরাহ পালন করার উদ্দেশ্যে ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা গিয়েছিলেন পবিত্র নগরী মক্কা নগরীতে। সোমবার সামাজিকমাধ্যমে এই অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্ট করেছেন। কালো বোরকা ও সাদা হিজাব পরিহিত একাধিক ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

এর আগে গত ১ জানুয়ারি মদিনা ভ্রমণের একটি ছবি পোস্ট করেছিলেন। কালো বোরকা ও কালো হিজাব পরে মসজিদে নববী (স) এর সামনে দাঁড়িয়ে সেই ছবিটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘আপনার ওপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসুল।’

নতুন বছরের শুরুতেই পূর্ণিমা গিয়েছেন ওমরাহ পালন করতে। এই দুই পোস্টেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানিয়েছেন। অনেকেই তার ওমরাহ কবুলের জন্যও দোয়া করেছেন।

 

 

 

কুইক টিভি/মহন/১৩ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:২৯

▎সর্বশেষ

ad