ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হলেন কিরিলো বুদানভ

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০৩:৫৯:৫৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন। খবর বিবিসির

নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, ‘এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে।’

রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে নতুন চিফ অব স্টাফ হিসেবে গোয়েন্দাপ্রধান বুদানভকে বেছে নেওয়ার কথা জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত বুধবার জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধের জন্য যে চুক্তি হচ্ছে, সেটির ‘৯০ শতাংশ’ক্ষেত্রে একমত হওয়া গেছে।

২০২০ সালের আগস্টে কিরিলো বুদানভকে ইউক্রেনের জিইউআরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেলেনস্কি। তখন থেকেই তিনি এ পদে আছেন। এরপর ইউক্রেন ২০২২ সালে রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়ায়, যা এখনো চলছে। এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক ‘দুঃসাহসী অভিযানের’ কৃতিত্ব ৩৯ বছর বয়সী কিরিলো বুদানভের ঝুলিতে গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কিরিলো বুদানভ কিয়েভের গোয়েন্দা তৎপরতার অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন। মস্কোর ওপর মনস্তাত্ত্বিক চাপ ও কৌশলগত বার্তার মিশেলে তার সাক্ষাৎকার আর ব্রিফিং নিয়মিত আলোচনায় আসে।

কিরিলো বুদানভ বরাবর ইউক্রেন ও এই অঞ্চল ঘিরে রাশিয়ার দীর্ঘমেয়াদি অভিপ্রায়ের বিষয়ে সতর্ক করে এসেছেন। সেই সঙ্গে তিনি চলমান যুদ্ধকে রাষ্ট্রের ‘অস্তিত্ব রক্ষার লড়াই’ হিসেবে তুলে ধরেছেন।

এর আগে গত নভেম্বরে জেলেনস্কি তার প্রভাবশালী চিফ অব স্টাফ ও শীর্ষ মধ্যস্থতাকারী আন্দ্রি ইয়ারমাককে বরখাস্ত করেন। ব্যাপক দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে গোয়েন্দারা তৎকালীন চিফ অব স্টাফের বাড়িতে অভিযান চালানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়। মাসখানেকের বেশি সময় এ পদ ফাঁকা ছিল।

আয়শা/০৩ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad