ভেনেজুয়েলায় একাধিক শক্তিশালী বিস্ফোরণ, মার্কিন বিমান হামলার আশঙ্কা!

Mohon | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৬ - ০২:৩৩:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে সেখান থেকে আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে  কারাকাসের বিভিন্ন এলাকায় জোরালো শব্দ শোনা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ শোনা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, মাদক পাচার মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুত আছে তার দেশ। ওয়াশিংটনের আগ্রাসী সামরিক প্রস্তুতি এবং সাগরে একের পর এক নৌকায় মার্কিন হামলার মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। বছরের শেষ গত বুধবারও (৩১ ডিসেম্বর) আরও চাপ বাড়াতে দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন।

তবে মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকার উৎখাতের চেষ্টা করছে এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদ দখলে নিতেই দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও সামরিক চাপের অভিযান চালাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের ‘আন্তরিকভাবে কথা বলা শুরু করার এখনই সময়’। তার কথায়, ‘মার্কিন সরকার জানে, কারণ আমরা তাদের অনেক মুখপাত্রকে বলেছি যে, যদি তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি চুক্তি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করতে চায়, তাহলে আমরা প্রস্তুত।’

 

 

 

কুইক টিভি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ দুপুর ২:৩২

 

▎সর্বশেষ

ad