বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

Mohon | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৪:০৩:৪৫ পিএম

বিনোদন ডেক্স : চিত্রনায়িকা অধরা খান এখন রয়েছেন কানাডায়। বেশকিছুদিন ধরেই তিনি সেখানে অবস্থান করছেন। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমার ডাবিংও শেষ করেছেন তিনি।

এদিকে অধরা বলতে গেলে বছরের শুরুতেই জোড়া সুখবর দিলেন। অনেকদিন ধরেই কানাডায় থাকার কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। কাজ করছেন বিজ্ঞাপনে।

এদিকে দেশীয় চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।এ বিষয়ে অধরা বললেন, ‘তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে, বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরবো।’

অনেকদিন ধরেই দেশের বাইরে, কেন? এ বিষয়ে নায়িকা বললেন,  ‘দেখেন দেশে যাওয়াটা আমার কাছে তো কঠিন কিছু না। আমি তো প্রস্তুত হয়েই আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম। ফলে আমার মনে হচ্ছে নিজেকে একটু ঝালিয়ে নিই। কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজেই নিজেকে নিয়োজিত রেখেছি। কিভাবে নিজেকে আরো ভালো শিল্পী হিসেবে তৈরি করা যায়- এমন কাজে যুক্ত হয়েছি। যেটা আশা করেছিলাম, তারেচেয়েও ভালো সুযোগ পেয়েছি।’

 

 

 

কুইক টিভি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad