ওমরজাই ও ইমনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল সিলেট

Ayesha Siddika | আপডেট: ০১ জানুয়ারী ২০২৬ - ০৩:০০:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : শুরুতে রনি তালিকদার ও অধিনায়ক মিরাজকে হারিয়ে চাপে পড়ে সিলেট। তবে ইমনের সঙ্গে জুটি বেঁধে দলকে সামাল দেন সাইম আইয়ুব। এই দুইজন মিলে গড়েন ৬৪ রানের জুটি। সাইফউদ্দিনের বলে ২৯ রান করেন আউট হন আইয়ুব।

এর কিছুক্ষণ পরই ফিরে যান ইমন। ৩২ বলে ৪৪ রানের ইনিংস খেলেন এই টাইগার ব্যাটার। আফিফও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে শেষ দিকে ওমরজাই ও ব্রুকসের ব্যাটে ভালো সংগ্রহ পায় সিলেট।

আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই খেলেন ২৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস। যেখানে ছিল ৫টি চার এবং তিনটি ছক্কার মার। ব্রুকস অপরাজিত ছিলেন ৬ বলে ১৩ রানে।

ঢাকার হয়ে ৪৬ রান খরচায় ২ উইকেট পেয়েছেন সালমান মির্জা। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন, সাইফউদ্দিন এবং সাইফ হাসান।  

 

 

আয়শা/০১ জানুয়ারী ২০২৬,/বিকাল ৩:০০

▎সর্বশেষ

ad