২৯ ডিসেম্বর: ইতিহাসে আজকের দিন

khurshed | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ - ১২:৩১:৩৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ কালক্রমে ইতিহাসে রূপ নেয়। ইতিহাসের পাতায় স্থান পায় এমন সব ঘটনা—যা মানবসভ্যতার জন্য কখনো আশীর্বাদ, কখনো অভিশাপ; কখনো আবার কোনো নতুন সূচনার সাক্ষী। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় অতীতের সেই দিনগুলোর কথা।

উল্লেখযোগ্য ঘটনাবলি

১৫০৩: ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।

১৭৭৮: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে সাড়ে তিন হাজার ব্রিটিশ সেনাসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চিবল্ড ক্যামবেল জর্জিয়ায় বন্দি হন। একই সময়ে ব্রিটিশ বাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।

১৮৬০: ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০: যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটার ওনডেড নি খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের ওপর মার্কিন সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞে ১৫৩ জন নিহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইতিহাসে এটি ‘ওনডেড নি হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত।

১৯১১: সান ইয়াত সেন চীনের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। একই বছর খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।

১৯৩০: স্যার মোহাম্মদ ইকবাল উপমহাদেশে দুটি রাষ্ট্র গঠনের রূপরেখা প্রকাশ করেন।

১৯৪০: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে লন্ডনে ভয়াবহ বিমান হামলায় ‘সেকেন্ড গ্রেট ফায়ার অব লন্ডন’ সংঘটিত হয়; এতে প্রায় ২০০ বেসামরিক নাগরিক নিহত হন।

১৯৭২: ভারতের কলকাতায় মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয়। একই বছর মার্কিন সাময়িকী লাইফ প্রকাশনা বন্ধ করে।

১৯৭৫: নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে বোমা বিস্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত হন।

১৯৮৯: ১৯৪৮ সালের পর চেকোস্লোভাকিয়ার প্রথম অকমিউনিস্ট প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্যাকলাভ হাভেল।

১৯৯২: কেনিয়ায় ২৫ বছর পর প্রথমবারের মতো প্রেসিডেন্ট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৯৬: গুয়েতামালা সরকারের সঙ্গে গেরিলা সংগঠন জিএনআরইউ-এর শান্তিচুক্তি স্বাক্ষরের মাধ্যমে ৩৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

২০০০: ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ১৬২ জনের প্রাণহানি ঘটে।

২০০৪: বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক যাত্রা শুরু করে।

২০০৮: নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।

জন্মদিন

৭৬৫: আলী আর-রিদা, শিয়া মুসলমানদের অষ্টম ইমাম

১৭০৯: এলিজাবেথ পেত্রোভনা, পিটার দ্য গ্রেটের কন্যা

১৮০০: চার্লস গুডইয়ার, ভলকানাইজড রাবারের উদ্ভাবক

১৮০৮: অ্যান্ড্রু জনসন, যুক্তরাষ্ট্রের ১৭তম প্রেসিডেন্ট

১৮৪৪: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি

১৮৬৩: সৈয়দ নওয়াব আলী চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা

১৯১৪: শিল্পাচার্য জয়নুল আবেদীন

১৯২৬: নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আবদুস সালাম

১৯৪২: রাজেশ খান্না, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা

১৯৬০: ডেভিড বুন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার

মৃত্যুদিন

১৮৯১: লিওপল্ড ক্রোনেকার, জার্মান গণিতবিদ

১৯২২: অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ

১৯৯৫: মোনাজাতউদ্দিন, প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক

২০০৩: সালমা সোবহান, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী

২০১২: টনি গ্রেগ, ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার

২০২২: পেলে, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

 

 

খোরশেদ/২৯ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:২২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad