অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্যানদের উচ্ছ্বাস

Mohon | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ - ১১:৪৬:৪১ এএম

বিনোদন ডেক্স : মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে প্রথমবার এক্স-মেনের চরিত্রগুলো দেখা যাচ্ছে অ্যাভেঞ্জার্স: ডুমসডে-এর নতুন টিজারে। বিশেষ করে ম্যাগনেটো, প্রফেসর এক্স ও সাইক্লোপসকে শটগুলোতে দেখা গেছে, যা ফ্যানদের মধ্যে আলোচিত হয়েছে। রবিবার রাতে টিজারের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায়। এতে দেখা যায় জ্বলন্ত জেভিয়ার স্কুল, সাইক্লোপসের শক্তি প্রয়োগ এবং ধ্বংসযজ্ঞ চালানো সেন্টিনেল।

 

 

কুইক টিভি / মহন / ২৯ ডিসেম্বর ২০২৫ / সকাল ১১:৪৬

 

▎সর্বশেষ

ad