
স্পোর্টন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খায়রুল ইসলামের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সভাপতি এসএমএ খালিদ, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহর আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, কালিহাতী পৌর বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শাফি খান প্রমুখ।
আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৪৪






