ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

কেইনের দ্রুততম ‘সেঞ্চুরি’, বায়ার্নের বড় জয়

Ayesha Siddika | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ - ০৮:০৪:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে গোলে অবদানের ‘সেঞ্চুরি’ করে নতুন রেকর্ড গড়লেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। তার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে হাইডেনহাইমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে রাজকীয়ভাবে বছর শেষ করল বায়ার্ন মিউনিখ।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ৯ পয়েন্টের স্পষ্ট ব্যবধান রেখে নতুন বছর শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৫তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল ওলিসে। ম্যাচের শেষলগ্নে ৮৬তম মিনিটে লুইস দিয়াস স্কোরশিটে নাম তোলার পর যোগ করা সময়ে (৯০+২) কেইনের সেই কাঙ্ক্ষিত গোল।

আর এই গোলেই ইতিহাস গড়েন কেইন। বুন্দেসলিগায় এটি তার ৮১তম গোল। এর সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৯টি গোল। অর্থাৎ গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মাত্র ৭৮ ম্যাচেই ১০০ গোলে অবদান রাখলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে এই রেকর্ডটি ছিল বায়ার্ন কিংবদন্তি আরিয়েন রোবেনের দখলে। ডাচ উইঙ্গারের এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ১১৯ ম্যাচ। রোবেনের সেই রেকর্ড গুঁড়িয়ে দিলেন কেইন।

রেকর্ড গড়ে আপ্লুত ৩২ বছর বয়সী কেইন বলেন, ‘অবশ্যই আমি গর্বিত। প্রতিদিনের নিবেদন, সতীর্থ ও সাপোর্ট স্টাফদের সহায়তায় এটা সম্ভব হয়েছে। আমি সাধারণত রেকর্ডের দিকে তাকাই না। তবে যখন তা ধরা দেয়, তখন ভালো লাগে। এখন দেখার বিষয়, পরের ১০০ কত দ্রুত করতে পারি।’কেইন এবারের লিগে মাত্র ১৫ ম্যাচেই ১৯ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৩০।

 

 

আয়শা/২২ ডিসেম্বর ২০২৫,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad