ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

চার সপ্তাহে চার ট্রেলার, চমক দিতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

Mohon | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ - ১২:৩৭:২৯ পিএম

বিনোদন ডেক্স : চলতি সপ্তাহে ভক্তরা যখন প্রেক্ষাগৃহে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার দেখার অপেক্ষায়, ঠিক তখনই সামনে এল মার্ভেল স্টুডিওর এক কৌশলগত মুক্তি পরিকল্পনার কথা। ট্রেলারটি জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবির সঙ্গে সংযুক্ত করে দেখানো হবে। শুধু তাই নয়, এই ছবির জন্য নাকি মোট চারটি আলাদা ট্রেলার মুক্তির পরিকল্পনা রয়েছে। দ্য হলিউড রিপোর্টার-এর দাবি অনুযায়ী, মার্ভেল পরবর্তী ‘অ্যাভেঞ্জার্স’ ছবির জন্য চারটি ভিন্ন ট্রেলার তৈরি করেছে। গুঞ্জন বলছে, এগুলো ধাপে ধাপে সিনেমা হলে দেখানো হবে। আগামী চার সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে একটি করে নতুন ট্রেলার প্রেক্ষাগৃহে চালানো হতে পারে। প্রথম ট্রেলারটি ১৯ ডিসেম্বর থেকে প্রদর্শিত হওয়ার কথা। অর্থাৎ, যারা প্রতি সপ্তাহে সিনেমা হলে যাবেন, তারা প্রতিবারই নতুন ট্রেলার দেখার সুযোগ পাবেন।

শোনা যাচ্ছে, মার্ভেল এই ক্ষেত্রে ক্রিস্টোফার নোলানের থিয়েটার-কেবল মডেল অনুসরণ করতে পারে। যেমন, নোলানের ‘দ্য ওডিসি’ ছবির ট্রেলার প্রথমে শুধু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, পরে অনলাইনে আসে। যদিও সাম্প্রতিক ভাইরাল গুঞ্জনে মার্ভেলের একটি ব্যক্তিগত ভিডিওর কথা উঠে এসেছে, যা থেকে ধারণা করা হচ্ছে ট্রেলারটি অনলাইনেও প্রকাশিত হতে পারে। সব মিলিয়ে, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর ট্রেলার ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মার্ভেলের আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা।

 

 

কুইক টি ভি/মহন/১৫ ডিসেম্বর ২০২৫,/দুপুর  ১২:৩৭

▎সর্বশেষ

ad