ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

বাংলাদেশের আশা সংকীর্ণ করে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ - ১০:১৯:৪৩ এএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডেতে হাফসেঞ্চুুরির রেকর্ড গড়লেন সোবহানা মোস্তারি। একই ম্যাচে রুবাইয়া হায়দারের করা ৪৪ রান প্রথমে সেই রেকর্ড গড়ে। তা সত্ত্বেও নিজেদের স্কোরবোর্ডে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান তোলে বাংলাদেশ। অবশ্য এটিও ছিল মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এটিও অবশ্য যথেষ্ট হয়নি। কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করেছে অজিরা।

অধিনায়ক অ্যালিসা হিলির রেকর্ড সেঞ্চুরির সুবাদে ১০ উইকেট এবং ১৫১ বল হাতে রেখে পাওয়া বড় জয় অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুলে দিয়েছে। চলমান আসরে প্রথম দল হিসেবে সেমিতে পা দিলো সর্বোচ্চ সাতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হিলি ১১৩ এবং আরেক ওপেনার ফোবে লিচফিল্ড ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বড় জয়ের পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে বাংলাদেশ ও হিলির অস্ট্রেলিয়া।

১৯৮
অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডেতে আগের চারবারের দেখায় কখনও দেড়শ রান–ও পার করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে তাদের সর্বোচ্চ রান ছিল ১৩৫, বাকি তিন ম্যাচেই গুটিয়ে যায় ১০০–এর নিচে। গতকাল নিগার সুলতানা জ্যোতির দলের করা ১৯৮ রান তাদের বিপক্ষে সর্বোচ্চ। তা সত্ত্বেও অবশ্য পাঁচ ওয়ানডের সবকটিতেই হারল বাংলাদেশ।

চলতি বিশ্বকাপে এ নিয়ে ৫ ম্যাচে চতুর্থ হার দেখল বাংলাদেশ। যা কার্যত তাদের বিশ্বকাপে টিকে থাকা সংকীর্ণ করে তুলেছে। সেমিতে উঠতে হলে জ্যোতি-সোবহানাদের বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে। হারলেই আর কোনো আশা থাকবে না।


অস্ট্রেলিয়া চলমান নারী বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতে জিতেছে, বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আগের তিন ম্যাচে প্রতিপক্ষের পুরো ১০ উইকেট তুলে নিলেও, চলমান আসরে গতকালই প্রথম তাতে ব্যর্থ অ্যালিসা হিলির দল। এই ঘটনা ২০২৪ সাল থেকে খেলা ২২ ওয়ানডেতে চতুর্থবার। অর্থাৎ, বাকি ১৮ ওয়ানডেতেই প্রতিপক্ষ দলকে অলআউট করে অজিবাহিনী।

২১

চলতি বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত ২১ উইকেট হারিয়েছে স্পিনারদের বলে। যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এ ছাড়া স্লোয়ার বোলারদের বিপক্ষে তাদের গড়ও দ্বিতীয় সর্বনিম্ন (১৭.৮), নিচে আছে কেবল পাকিস্তান নারী দল।

সোবহানার ফিফটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

৬৬
বাংলাদেশ যেহেতু অজিদের বিপক্ষে ব্যাটিংয়ে বরাবরই বিপর্যস্ত হয়ে আসছে, ফলে ব্যক্তিগতভাবে কোনো ব্যাটারেরই হাফসেঞ্চুরির কীর্তি ছিল না। গতকাল প্রথম সেই নজির দেখালেন সোবহানা মোস্তারি। ৮০ বলে তার অপরাজিত ৬৬ রান অজি মেয়েদের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ।

১০
২০০৫ সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে ১০ উইকেটে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। যদিও তারা ওয়ানডেতে এখন পর্যন্ত আটবার ১০ উইকেটে জিতেছে। এ ছাড়া অন্য কোনো দলই তিনবারের (ইংল্যান্ড তিনবার) বেশি ১০ উইকেটের জয় পায়নি। 

কোনো উইকেট না হারিয়েই ১৯৯ রানের লক্ষ্য পেরোনো বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২১৮ রান তাড়ায় ১০ উইকেটে জয়ের রেকর্ডটাও অজিদের দখলে। ২০২৩ আসরে তাদের সেই রেকর্ডের শিকার হয়েছিল আয়ারল্যান্ড নারী দল। 

২০২
বাংলাদেশের বিপক্ষে অজিরা জয় নিশ্চিত করতে গিয়ে দুই ওপেনারের ব্যাটে ২০২ রান পেয়েছে। যা বাংলাদেশ নারী দলের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ২০২৩ সালে টাইগ্রেসদের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ২৪৩ রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাসমিন ব্রিটস। এ ছাড়া বিশ্বকাপে ২০২ অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রানের জুটি। 

Alyssa Healy notched up her second consecutive hundred, Australia vs Bangladesh, Women's World Cup, Visakhapatnam, October 16, 2025

৭৩
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করতে মাত্র ৭৩ বল লেগেছে অ্যালিসা হিলির। যা নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম। তারচেয়ে কেবল ২ বল (৭১) কম খেলে ২০১৭ আসরে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন। 

১০০
এ নিয়ে চলমান বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক হিলি। বিশ্ব ক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার যিনি দুটি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এক আসরে টানা দুই সেঞ্চুরির রেকর্ড আছে আর কেবল একজনের, নিউজিল্যান্ডের ডেবি হকলি (১৯৯৭ আসরে ১০০ ও ১০০*)। ২০২২ আসরে হিলি ১২৯ ও ১৭০ এবং চলমান বিশ্বকাপে ১৪২ ও ১১৩* রানের ইনিংস খেললেন হিলি।

এ ছাড়া নারী ওয়ানডে বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ চারটি সেঞ্চুরির কীর্তি হয়ে গেল হিলির ব্যাটে। তার সমান চারটি করে বিশ্বকাপে সেঞ্চুরির রেকর্ড আছে ইংল্যান্ডের জ্যানেট ব্রিটিন, শারলট এডওয়ার্ডস ও নিউজিল্যান্ডের সুজি বেটসের। এই তালিকায় ৫টি সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন বর্তমান ইংলিশ অধিনায়ক ন্যাট শাইভার-ব্রান্ট।

 

 

আয়শা/১৭ অক্টোবর ২০২৫,/সকাল ১০:১৪

▎সর্বশেষ

ad