ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দলে চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে আয়ারল‍্যান্ড

Anima Rakhi | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ - ১১:২৬:০১ এএম

স্পোর্টস ডেস্ক : চার নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট খেলতে আসছে আয়ারল‍্যান্ড। সবশেষ তিন টেস্টে জয় পাওয়া দলটিতে আছেন দেশের হয়ে এখনও এই সংস্করণে কোনো ম‍্যাচ না খেলা আরও একজন।

ক্রিকেট আয়ারল‍্যান্ড মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) আসন্ন সফরের জন‍্য ১৫ সদস‍্যের পৃথক টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছে আয়ারল‍্যান্ড, ২০২৩ সালের এপ্রিলে। ৭ উইকেটে হেরে যাওয়া সেই দলের সাত জন আছেন এবারের সফরে। 

দলে চার নতুন মুখ চ‍্যাড কারমাইকেল, লিয়াম ম‍্যাককার্থি, জর্ডান নিল ও স্টিভেন ডোহেনি। একাধিকবার স্কোয়াডে থাকলেও কোনো ম‍্যাচ খেলার সুযোগ পাননি লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ে। হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন মার্ক অ‍্যাডায়ার। তবে তিনি কেবল টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। এই সংস্করণে ফিরেছেন আরেক পেসার জশ লিটলও।

এবারের সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল‍্যান্ড। সিলেটে আগামী ১১ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। পরে ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চট্টগ্রামে আগামী ২৭ ও ২৯ নভেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি এবং ২ ডিসেম্বর হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

আয়ারল‍্যান্ড টেস্ট দল: অ‍্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক‍্যাম্ফার, চ‍্যাড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ‍্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রিন, ব‍্যারি ম‍্যাককার্থি, লিয়াম ম‍্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ‍্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।

আয়ারল‍্যান্ড টি-টোয়েন্টি দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ‍্যাডায়ার, রস অ‍্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক‍্যাম্ফার, গ‍্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম‍্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব‍্যারি ম‍্যাককার্থি, হ‍্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

অনিমা/৮ অক্টোবর ২০২৫,/সকাল ১১:২৫

▎সর্বশেষ

ad