ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‘রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সড়ক নিরাপদ করা সম্ভব নয়’

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ১০:৫৪:৩৭ পিএম

ডেস্ক নিউজ : সড়কে শৃঙ্খলা আনয়ন ও দুর্ঘটনা রোধে সম্মিলিত প্রচেষ্টা এবং সব দলের রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সড়ক নিরাপদ করা সম্ভব নয় বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। বুধবার (১ অক্টোবর ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিসচার পক্ষ থেকে এসব কথা বলেন, সংগঠনটির সদস্য সচিব লিটন এরশাদ। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময়  মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে কানাডা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। তিনি তার বাবা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের চিকিৎসার হালনাগাদ তথ্য তুলে ধরে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান। একই সঙ্গে অক্টোবর মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে নিসচার প্রতিষ্ঠাতা সদস্য লিটন এরশাদ বলেন, সড়কে মানুষের জীবন রক্ষার দাবি আজ সর্বস্তরের মানুষের দাবিতে পরিণত হয়েছে। এজন্য নিরাপদ সড়ক ব্যাবস্থাপনায় সম্মিলিত উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তাই আগামী জাতীয় নির্বাচনে  রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সড়ক নিরাপত্তার কথা উল্লেখ করার দাবি জানান তিনি।

সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়ে লিটন এরশাদ বলেন, উন্নত দেশগুলোর মতো নিরাপদ সড়ক নিশ্চিত করতে ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ গ্রহণ করতে হবে।  এই পদ্ধতিতে ভুল করলেও যেন পথচারী বা চালক মৃত্যুর শিকার না হন, সেই ব্যবস্থা রাখা হয়। বাংলাদেশে বিশ্বব্যাংকের সহযোগিতায় নেওয়া রোড সেফটি প্রকল্প পুরোপুরি এ কাজে ব্যবহার করতে হবে।’

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিসচা কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে প্রায় ১ হাজার ২০০ কর্মসূচি হাতে নিয়েছে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে- প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ। চালকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ। স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নিসচার ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন খান নান্টু, সাদেক হোসেন বাবুল, বিল্লাল হোসেন, যুগ্ম মহাসচিব মো. গনি মিয়া বাবুল  প্রমুখ।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad