
নিউজ ডেক্সঃ যশোরের মনিরামপুরে বিভিন্ন মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন, আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মন্দির কর্তৃপক্ষকে উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ উপহার বিতরণ করেন। মুতাছিম বিল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে আমরা সব সম্প্রদায়ের লোক মিলেমিশে থাকি। একটি মহল এ পূজাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা সবাই মিলে এ অপচেষ্টা রুখে দেব।
তিনি বলেন, এ মনিরামপুরে সব সম্প্রদায়ের লোক বাস করে। আমাদের সবার লক্ষ্য হলো মিলেমিশে মনিরামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা। সন্ত্রাসবাদ আমরা সবাই মিলে দূর করব। পুরো বাংলাদেশের মধ্যে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুজ্জামান টিংকু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাকিব জামান, সাউথ ইস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক সদস্য জিএম হাসান কবির সুমন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদল নেতা মো. যোবায়ের আহমেদ, লাউড়ী রামনগর কামিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান তুহিন, যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা যুবায়ের হাসান ও আল সাজিদ উপস্থিত ছিলেন।
তাছাড়া মদনপুর সম্মিলনী ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাবির হোসেন রনি, ৯নং ঝঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. সোহাগ হোসাইন, ৯নং ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তুষার খান, ১২ নং শ্যামকুড় ইউনিয়ন ছাত্রদলের সদস্য আকিব আকবর, রাজু, ৯নং ঝাঁপা ইউনিয়ন যুবনেতা আজাদ হোসেন, ১৩নং খানপুর ইউনিয়ন যুবনেতা হাসনাত হামাদী, মানযুর, ১নং রোহিতা ইউনিয়ন যুবনেতা ইমরান হোসাইন, রাশেদ, মাজিদ, হাসান আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৫.৪৫