ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আহানের ৫ নায়িকা

RAZ CHT | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ - ০৩:৫৯:৪৬ পিএম

বিনোদন নিউজ ডেক্সঃ  আহান পান্ডে ‘সাইয়ারা’ ছবিতে তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে বি-টাউনে রাতারাতি সেনসেশন হয়ে উঠেছেন। এই নবাগত তারকা মিষ্টি চেহারা আর বোল্ড লুক দিয়ে দর্শকের হৃদয় ইতোমধ্যে জয় করেছেন। পর্দায় তার রোমান্সের জাদু তাকে করে তুলেছে বলিউডের পরবর্তী বড় নাম। অনীত পাড্ডার সঙ্গে তার রসায়ন আমরা ভীষণ উপভোগ করেছি, তবে আজকের আয়োজনে থাকছে রুপালি পর্দার আরও ৫ জন তরুণ অভিনেত্রীদের নাম , যাদের সঙ্গে আহানের জুটি জমে উঠতে পারে।

আহানের ৫ নায়িকাশানায়া কাপুরঃ মাত্র একটি ছবিতে (আঁখো কি গুস্তাখিয়ান) অভিনয় করেই শানায়া কাপুর এরই মধ্যে তার প্রজন্মের অন্যতম ভালো অভিনেত্রী হিসেবে আখ্যা পাচ্ছেন। মুখে শিশুসুলভ নিষ্পাপ ভাব, আর অভিনয়ে তার আত্মবিশ্বাস ও উচ্ছ্বাস আহান পান্ডের সঙ্গেও বেশ মানিয়ে যায়। যদি তারা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেন, তবে নিশ্চিতভাবেই তারা হয়ে উঠবেন বড় পর্দার সেরা জুটিগুলোর একটি।

শর্বরীঃ এই মৌসুমে অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নামগুলোর একটি হলেন শর্বরী । ‘মুঞ্জ্যা’ ছবিতে অভিনয়ের পর তিনি প্রমাণ করেছেন নিজের দক্ষতা ও বহুমুখিতা। দর্শকদের জন্য একেবারেই নতুন এক অভিজ্ঞতা হবে আহান ও শর্বরী একসঙ্গে রোমান্স করতে দেখা।

আহানের ৫ নায়িকাসুহানা খানঃ আহান ও সুহানা খানকে ছোটবেলা থেকেই একসঙ্গে সময় কাটাতে দেখেছি, আর আমরা সবাই জানি এই দুজন একসঙ্গে খুব সুন্দর জুটি গঠন করে। এ ছাড়াও, তারা একে অপরের সঙ্গে এরই মধ্যে বেশ ভালো বন্ধুত্ব রয়েছে। যদি তারা একসঙ্গে কোনো ছবি করেন, তবে তা পর্দাতেও স্পষ্টভাবে প্রতিফলিত হবে।

আহানের ৫ নায়িকাপলক তিওয়ারিঃ শ্বেতা তিওয়ারির কন্যা, পলক তিওয়ারি হয়তো এখনো সেই বড় পরিসরে নিজেকে মেলে ধরতে পারেননি, তবে তার মধুর ব্যক্তিত্ব তাকে এই তালিকায় স্থান পাওয়ার জন্য আদর্শ প্রার্থী করে তোলে। তার সুন্দর চেহারা এবং যেহেতু তারা উভয়েই তরুণ, জেন-জি বলিউডের অংশ, তাই তারা একই লক্ষ্যে দর্শকের সঙ্গে সম্পর্কিত। আর উভয়েই জনপ্রিয় পরিবারের সন্তান এবং তুলনামূলকভাবে নতুন মুখ, তাই তাদের নিয়ে স্বাভাবিকভাবেই মিডিয়ায় উচ্ছ্বাস থাকে। তাদের একসঙ্গে কাস্ট করা হলে কৌতূহল সৃষ্টি হবে, বিশেষ করে রোমান্টিক বা যুবকেন্দ্রিক সিনেমায়।
আহানের ৫ নায়িকা
খুশি কাপুরঃ খুশি কাপুর ও আহান পান্ডে পরিবারের দিক থেকে উভয়েই বলিউডের পরবর্তী প্রজন্মের অংশ। তাদেরকে একসঙ্গে জুটি করলে নির্মাতাদের জন্য সুযোগ তৈরি হয় একটি তরুণ, আকাঙ্ক্ষাময় পর্দার জুটি উপস্থাপন করার। যা জেন-জি দর্শকের মন জয় করবে। তারা রোমান্টিক সিনেমা, ক্যাম্পাস প্রেমের গল্প এমনকি আধুনিক ধারার সাহসী কাহিনিতেও দারুণ অভিনয় করতে পারে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ অক্টোবর ২০২৫/বিকালঃ ০৩.৫০
▎সর্বশেষ

ad