ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান ইডেন ছাত্রীদের

Ayesha Siddika | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:০৯:৪১ পিএম

ডেস্ক নিউজ : ইডেন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ-২০২৫’ প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা তাদের এ অবস্থান জানান।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম লিখিত বক্তব্যে বলেন, সাত কলেজ সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি গঠন করেছে, তাদের দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র সত্তা বজায় রাখা এবং সিদ্ধান্ত গ্রহণে সব অংশীজনের মতামত নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে ইউজিসি ও কমিটির সদস্যরা এই কার্যপরিধি অমান্য করে বাস্তবতা বিবর্জিত একটি ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, কাদের স্বার্থে এই পরীক্ষামূলক মডেল চাপিয়ে দেওয়া হচ্ছে- প্রাইভেট কলেজ নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়?

 

শিক্ষার্থীদের পক্ষে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত এই খসড়া অধ্যাদেশ আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি সাত কলেজ সমস্যার টেকসই সমাধানের জন্য নতুন শিক্ষা কমিশন বা নতুন রিভিউ কমিটি গঠনের আহ্বান জানান তিনি।

এ সময় সব অংশীজনকে সম্পৃক্ত না করে যদি চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়, তবে সাত কলেজ সমস্যার সমাধান নয়, বরং নতুন জটিলতা সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আলোচনার মাধ্যমে সমাধান না এলে ‘রাজপথে নামতে বাধ্য’ হওয়ারও সতর্কবার্তা দেন এই শিক্ষার্থী।

 

 

আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:০৫

▎সর্বশেষ

ad