
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের লিডারের অভিযোগ এনে ইয়ার হোসেনে নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় যুবক মো. রবিন হোসেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে লিখিত বিজ্ঞপ্তিতে তিনি নিজের জীবননাশের শঙ্কা প্রকাশ করেন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে রবিন হোসেন অভিযোগ করেন, জামগড়া রূপায়ন মাঠ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, মোবাইল ও টাকা ছিনতাই, দোকানপাট ভাঙচুরসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে স্থানীয় ইমারত হোসেনের ছেলে ইয়ার হোসেন (২৫)। তিনি আরোও বলেন, এর আগে ইয়ার হোসেন আশুলিয়া থানা আওয়ামী লীগের এক নেতার ক্যাডার হিসেবে কাজ করলেও ৫ই আগস্টের পর থেকে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। এ নিয়ে প্রতিবাদ করায় ইয়ার হোসেন একাধিকবার তাকে হত্যার হুমকি দিয়েছে।
রবিন হোসেন দাবি করেন, গেল ২৪শে সেপ্টেম্বর তিনি ঢাকার বাইরে থাকাকালে ইয়ার হোসেন দেশীয় অস্ত্রসহ তার বাহিনী নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তাকে না পেয়ে তার মাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায়ও ইয়ার হোসেন তার বাহিনী নিয়ে বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করে এবং না পেয়ে ফের তার মাকে হুমকি দিয়ে যায়। পুলিশের বিভিন্ন মহলে জানালেও সহযোগিতা না পাওয়ায় তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া এলাকাবাসীর বরাত দিয়ে রবিন হোসেন অভিযোগ করেন, মোবাইল চুরির ঘটনায় প্রতিবাদ করায় এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীকে ইয়ার হোসেন ও তার সহযোগীরা ৩ দফায় মারধর করে। ওই ঘটনায় ভুক্তভোগীর মা আশুলিয়া থানায় অভিযোগ করেছিলেন। সম্প্রতি এক মুদি দোকানে হামলা ও লুটপাটের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। স্থানীয়রা ভয়ে মুখ খুলতে না পারলেও সাংবাদিকদের অনুসন্ধানের মাধ্যমে এ বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন রবিন হোসেন।
এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন বলেন, ঘটনায় ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। ঘটনাস্থলে গিয়েছিলাম। এবং এ্যাকশন নিয়েছি। তবে ইয়ার আলী ছেলেটা সে একজন খারাপ প্রকৃতি লোক। শুধু মাদক ব্যাবসা নয়, এলাকায় তার বিরুদ্ধে মারামারি ও কাটাকাটি সহ নানা অভিযোগ রয়েছে।
আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৪