আশুলিয়ায় ক্ষত অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

Ayesha Siddika | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:২২:৩৪ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ২৫ বছরের অজ্ঞাত শরীরে গভীর ক্ষত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছেন পুলিশ। লাশটি ময়ণা তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে ক্ষত অবস্থায় এই লাশটি উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
তবে এখন পর্যন্ত নিহতের নাম ঠিকানাসহ বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, শরীরে ক্ষত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গুলিও হইতে পারে বা ধারালো অস্ত্রের আঘাতোও হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়ণা তদন্তের রিপোর্ট পেলে এটি গুলিবিদ্ধ বা ধারালো অস্ত্রের আঘাত কিনা তা জানা যাবে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

 

আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad