চীনে বৈঠকের পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিলেন পুতিন

Anima Rakhi | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৪৬:৫৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু কর্মসূচি নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে। সম্প্রতি ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে ইরানের পরমাণু বিষয়ক আলোচনা ব্যর্থ হওয়ার পর দেশগুলো জাতিসংঘকে জানিয়ে দিয়েছে, তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য।

এই প্রেক্ষাপটে রাশিয়া প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের তিয়ানজিন শহরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়। সোমবার ক্রেমলিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পুতিন তার বৈঠকে বলেন, ইরানকে কখনো একা ছেড়ে দেওয়া হয়নি। আমরা নিয়মিতভাবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করি।

এদিকে, রুশ প্রেসিডেন্টের এই মন্তব্য পশ্চিমাদের জন্য একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, যখন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো ইরানকে চাপের মুখে রেখেছে, তখন রাশিয়ার পক্ষ থেকে ইরানকে সমর্থন জানানো তেহরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান, সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে তিয়ানজিনে উপস্থিত ছিলেন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন চীন, রাশিয়া, ভারত এবং অন্যান্য বিশ্ব শক্তির নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান বাণিজ্যিক যুদ্ধের মধ্যে এই সম্মেলন বৈশ্বিক দৃষ্টিকোণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করা হচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি ও টাইমস অব ইসরায়েল

কুইকটিভি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:৪৬

▎সর্বশেষ

ad