নারী বিশ্বকাপে থাকছে ছেলেদের বিশ্বকাপের চেয়েও বেশি প্রাইজমানি

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ - ০৫:১২:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : নারীদের এবারের ওয়ানডে বিশ্বকাপে আগের আসরের চেয়ে প্রাইজমানি বাড়ছে চারগুণ। আট দলের এই আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার (১৫২ কোটি ৬৮ লাখ টাকা), যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগের আসরের–৩.৫ মিলিয়ন ডলার (৩৮.৫ কোটি টাকা) থেকে ২৯৭ শতাংশ বেশি।

এই প্রাইজমানির পরিমাণ দুই বছর আগে ভারতে অনুষ্ঠিত পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানিকেও ছাড়িয়ে গেছে, যা ছিল ১০ মিলিয়ন ডলার (১১০ কোটি টাকা)।

নারীদের ক্রিকেটের বিকাশকে আরও ত্বরান্বিত করতেই এই আকাশছোঁয়া প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। এর আগে ২০২৪ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরুষ–নারী খেলোয়াড়দের মধ্যে সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছিল।
 
নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার (৪৯.২৮ কোটি টাকা), যা ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার প্রাপ্ত ১.৩২ মিলিয়ন ডলার (১৪.৫২ কোটি টাকা) থেকে ২৩৯ শতাংশ বেশি।

এবারের আসরে রানার্সআপ দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার (২৪.৬৪ কোটি টাকা), যা তিন বছর আগে ইংল্যান্ডের পাওয়া ৬ লাখ ডলার (৬ কোটি ৬০ লাখ টাকা) থেকে ২৭৩ শতাংশ বেশি। দুই সেমিফাইনালে হারা দলের প্রত্যেকেই পাবে ১.১২ মিলিয়ন ডলার (১২.৩২ কোটি টাকা), ২০২২ সালের যা ছিল ৩ লাখ ডলার (৩ কোটি ৩০ লাখ টাকা)।

প্রতিটি দল গ্রুপ পর্বে অংশগ্রহণের জন্যই নিশ্চিতভাবে ২.৫ লাখ ডলার (২ কোটি ৭৫ লাখ টাকা) পাবে। প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত ৩৪,৩১৪ ডলার (৩৭.৭৫ লাখ টাকা) তো থাকছেই। গ্রুপ পর্ব শেষে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৭ লাখ ডলার (৭ কোটি ৭০ লাখ টাকা) করে, আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পাবে ২.৮ লাখ ডলার (৩.০৮ কোটি টাকা)।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এটি নারী ক্রিকেটের যাত্রায় এক ঐতিহাসিক মাইলফলক। চারগুণ পুরস্কার অর্থ বৃদ্ধি নারী ক্রিকেটের জন্য এক বৈপ্লবিক মুহূর্ত এবং এটি দীর্ঘমেয়াদে বিকাশে আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করছে। আমাদের বার্তা স্পষ্ট— যারা পেশাদারভাবে ক্রিকেট খেলতে চাইবে, নারীরা যেন জানে তারা পুরুষদের সমান মর্যাদা পাবে। এই পদক্ষেপ বিশ্বমানের নারী ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করছে এবং আগামী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করবে।’

৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad