
নিউজ ডেক্সঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ বলে দাবি করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে লায়ন ফারুক এ কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।
বিবৃতিতে লায়ন ফারুক রহমান বলেন, জাতির এক মহাক্রান্তিলগ্নে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দেশের মানুষের হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশপ্রেম ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ ও সতর্ক থাকতে হবে; যেন পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই কাজে না আসতে পারে।
লায়ন ফারুক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সুন্দরভাবে গঠন করি।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক টি ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৫০