হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, একাংশের বিক্ষোভ মিছিল

Anima Rakhi | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ - ১০:৪৮:০০ এএম

ডেস্ক নিউজ : হল ছাড়তে শুরু করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অনেক শিক্ষার্থী।

তবে সকাল ৯টায় বিশবিদ্যালয়ের মাওলানা ভাসানী হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে গতকাল রাতে হামলার বিচার দাবি ও হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্য হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটের দিকে যেতে শুরু করেছেন।

গত এক মাস ধরে ভেটেরিনারি অনুষদ এবং পশু পালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন করছে। গতকাল রবিবার শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের বৈঠক চলছিলো। দুপুরে পর কম্বাইন ডিগ্রির দাবি মেনে না নেয়ার খবর ছড়িয়ে পড়লে সামনে তালা দিয়ে ভিসিসহ দুই শতাধিক শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এক পর্যায়ে সন্ধ্যায় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ব্যর্থ হয়। এ সময় হঠাৎ সন্ধ্যার পর বহিরাগত একদল লোক লাঠিসোটা নিয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার জেরে উত্তপ্ত হয়ে পড়ে পুরো ক্যাম্পাস।

উদ্ভুত পরিস্থিতি এড়াতে রাতেই অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববাদ্যালয়। আজ সোমবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যদিও নির্দেশনা উপেক্ষা করে রাতে বিক্ষোভ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কুইকটিভি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১০:৪৭

▎সর্বশেষ

ad