
চৌগাছা যশোর : স্বেচ্ছায় রক্তদানে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ১৯তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ শাখার সাধারণ সম্পাদক আলিউল আজিম। এতে চিকিৎসা সহযোগিতা প্রদান করেন কপোতাক্ষ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজিস্ট আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের সাবেক সভাপতি আবুল বাসার, সভাপতি তানজিল উদ্দিন, সাধারণ সম্পাদক তসলিম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মনজিল ইসলাম নয়ন, প্রবাসী কল্যাণ শাখার সাধারণ সম্পাদক আলিউল আজিম, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সোহানুজ্জামান সিয়াম, তুষার, নাইমুর, সাইমসহ অন্যান্য সদস্যরা।
এদিন বিনামূল্যে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ করা হয়। আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে নিয়মিতভাবেই চৌগাছা ব্লাড ফাউন্ডেশনের এ ধরনের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অব্যাহত থাকবে।
আয়শা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৫০